সেন্ট জেভিয়ার্স কলকাতায় দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে পালন গুড ফ্রাইডে


শনিবার,১১/০৪/২০২০
701

লকডাউনের মধ্যে গুড ফ্রাইডে দিনটি অন্যরকম ভাবে পালন করল সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী। পূণ্য শুক্রবার বা গুড ফ্রাইডে এক পবিত্র দিন। কারণ এই দিনে জগতের ত্রাণকর্তা প্রভু যীশু খৃষ্ট সমগ্র মানব জাতির পরিত্রাণের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই দিনের প্রকৃত তাৎপর্য অনুযায়ী কলেজ প্রাঙ্গণে স্থানীয় দুস্থ অধিবাসীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। সেন্ট জেভিয়ার্স কলকাতা অবশ্য এর আগেই মুখ্যমন্ত্রীর বিশেষ করোনা ত্রাণ তহবিলে ৪০ লক্ষ টাকা দান করেছে। এদিনের খাদ্য বিতরণের কর্মসূচীর আয়োজন করা হয়েছিল কলকাতা পুলিশের সহযোগিতায়। কলজের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডমিনিক স্যাভিও এবং সেন্ট জেভিয়ার্স কলকাতার সর্বাধ্যক্ষ রেভারেন্ড ফাদার জয়রাজ ভেলুস্বামী ও অন্যান্য ফাদার উপস্থিত ছিলেন।

ফাদার ডমিনিক স্যাভিও বলেন, “আজকের পবিত্র দিনে সবার সঙ্গে দৈনিক আহার ভাগ করে নেবার তাৎপর্যই আলাদা। সেন্ট জেভিয়ার্সে সকলের সংকল্প হচ্ছে অপরের জন্য কিছু করা; আর তার জন্যেই এই কর্মসূচী নেওয়া হয়েছে।” “সমস্ত রকম নিরাপত্তা বিধি মেনেই এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট