করোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকা নিয়ে সোনিয়া গান্ধীর কাছে অভিযোগ করলেন সোমেন মিত্র


শনিবার,১১/০৪/২০২০
789

সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। দেশের সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলনেত্রীকে সোমেন মিত্র জানান, রাজ্যের করোনা আক্রান্তের তথ্যে গরমিল, ত্রাণ সামগ্রীর অপ্রতুলতা, সরকারি ঘোষণা এবং তা কার্যকরী করার ক্ষেত্রে বিস্তর ফাঁক, PPE র অপ্রতুলতা, বেশি সংখ্যায় মানুষের করোনা- টেস্টের করানোর ব্যাপারে রাজ্য সরকারের নির্লিপ্ততা, ফ্রী রেশনের নামে শাসক তৃণমূলের নির্লজ্জ দলবাজি চলছে।

যেভাবে হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা লকডাউনের ফলে বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন এবং তাঁদের খাদ্য-চিকিৎসার অভাব হচ্ছে,সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নিয়েও সোমেন মিত্র তাঁর উদ্বিগ্নতা প্রকাশ করেন। এই আলোচনায় সোনিয়া গান্ধী এই চরম দুঃসময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য প্রত্যেক প্রদেশ কংগ্রেস সভাপতিকে তাঁর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই ভিডিও কনফারেন্সের আলোচনার ভিত্তিতে সর্বভারতীয় কংগ্রেস পরবর্তী অবস্থান ও পদক্ষেপ নির্ধারণ করবে বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট