করোনায় আক্রান্ত হাওড়া হাসপাতালের সুপার


বৃহস্পতিবার,০৯/০৪/২০২০
818

এবার কোরোনায় আক্রান্ত হলেন খোদ হাওড়া হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায় । covid-19 পজিটিভ মিলল হাওড়া হাসপাতালের সুপারের শরীরে। সূত্রের খবর, তাঁকে কলকাতায় এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে ।

হাসপাতাল সুপারের শরীরে কোরোনার উপস্থিতি মেলায় পরেই তাঁর পরিবারের সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসার জন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরেরও কয়েকজনকেও কোয়ারেন্টিনে পাঠানোর চিন্তাভাবনা চলছে।

উল্লেখ্য, হাওড়া হাসপাতালের এক মহিলা করোনা পজিটিভ নিয়ে ভর্তি ছিলেন। প্রথমে সাধারণভাবেই তার চিকিৎসা শুরু হয়। পরে রিপোর্ট আসার পর জানা যায় মহিলার শরীরে ভাইরাসের উপস্থিতি রয়েছে। এরপর ওই মহিলার মৃত্যু হয় হাসপাতালেই। সেই সময়ই হাসপাতালে সুপার থেকে শুরু করে নার্স ও অন্যান্য ডাক্তাররা ওই মহিলার সংস্পর্শে এসেছিলেন। সেই থেকেই সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট