আরও বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হোক: সূর্য


বৃহস্পতিবার,০৯/০৪/২০২০
802

কেরালার মত পশ্চিমবঙ্গেও বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষার দাবি জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এ বিষয়ে ফেসবুকেও পোস্ট করেছেন তিনি। সূর্যবাবু জানিয়েছেন, যত বেশি পরীক্ষা হবে এবং রোগ ধরা পড়বে তত দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে। সেই সঙ্গে রোগ সংক্রমণের বিপদও কমে আসবে। এ বিষয়ে কেরলের উদাহরণ টেনেছেন তিনি। কেরলে যেভাবে রাস্তায় রাস্তায় অস্থায়ী কিয়স্ক বানিয়ে বহু মানুষের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে তার উদাহরণ দিয়ে ফেসবুকে পোস্ট করে সূর্যকান্ত মিশ্র লিখেছেন কেরালা সরকার যদি এ ধরনের কিয়স্ক বানিয়ে দ্রুত অনেক মানুষের জন্য করোনা ভাইরাস পরীক্ষার নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যবস্থা করতে পারে তাহলে অামাদের রাজ্যে সরকার করতে পারবে না কেন? এই কাজ করার জন্য আমাদের প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব নেই বলেও উল্লেখ করেছেন সূর্য বাবু। এখন দেখার সূর্যবাবুর এই পরামর্শ রাজ্য সরকার কতটা গুরুত্ব দেয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট