রাজারহাটের বিভিন্ন গ্রামের মানুষের হাতে চাল, ডাল, আলু, চিনি, লবন, সাবান তুলে দিলেন রাজারহাট রামকৃষ্ণ মঠ এর স্বামী বেদ্যানন্দ মহারাজ। রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠ থেকেই এলাকার বাসিন্দাদের হাতে বৃহস্পতিবার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় ৬০০ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। লকডাউনের পর থেকে রাজারহাট রামকৃষ্ণ আশ্রম থেকে দুপুরবেলায় খিচুড়ি ভোগ তুলে দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের হাতে। যতদিন না পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে ততদিন রাজারহাটের মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেবে বেলুর রামকৃষ্ণ মঠের রাজারহাট শাখা এমনটাই জানালেন আশ্রমের অধ্যক্ষ স্বামী বেদ্যানন্দ মহারাজ।
সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল রামকৃষ্ণ মঠ
বৃহস্পতিবার,০৯/০৪/২০২০
648