অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কল্পতরু প্রকল্পের প্রচার


বৃহস্পতিবার,০৯/০৪/২০২০
1680

তৃণমূল যুব সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হতে চলা কল্পতরু প্রকল্পের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ফেসবুক লাইভ করে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের জন্য কল্পতরু প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন অভিষেক। সঙ্গে জানান, ৮-১১ এপ্রিল ০৩৩-৪০৮৭-৬২৬২ হেল্পলাইন নম্বরে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করালে ডায়মন্ড হারবার লোকসভা এলাকার বাসিন্দাদের বিনামূল্যে খাবার দেওয়া হবে। ১২-২৩ এপ্রিল ডায়মন্ড হারবার লোকসভা এলাকার মহেশতলা, বজবজ, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর ডায়মন্ড হারবার ও মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায় প্রতিদিন ৪০ হাজার মানুষকে খাবার পৌঁছে দেবে টিম অভিষেক। ‌

সেই লক্ষ্যেই, ডায়মন্ডহারবার এলাকার বেশি সংখ্যক মানুষের কাছে এই প্রকল্পের সংবাদ পৌঁছে দিতে জোর প্রচার শুরু হয়েছে।অভিষেক বন্দ্যোপাধ্যায় দুস্থ মহিলার হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন, এমন একটি আঁকা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন তৃণমূল কর্মীরা। যাতে বেশি সংখ্যক মানুষকে এই পরিষেবার আওতায় আনা যায়। এ প্রসঙ্গে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা বলেন, “কল্পতরু প্রকল্পের উদ্যোগে গরীব মানুষকে খাওয়ানোর বন্দোবস্ত করেছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে, হেল্পলাইন নম্বর থেকে পাওয়া ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দেওয়া। কারণ সাংসদের পক্ষ থেকে আমরা নির্দেশ পেয়েছি, মানুষ খাবার নিতে আসবেন না। আমাদের তাদের বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে।”

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট