দেশে করোনা আক্রান্তের সংখ্যাটা বুধবারই পাঁচ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। এছাড়া করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। সুত্রের খবর এবার ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন সম্প্রসারিত করল ওড়িশা সরকার। সারা দেশে এই প্রথম কোনও রাজ্যে সম্প্রসারিত হলো লকডাউন। পাশাপাশি ৩০ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে ট্রেন ও বিমান পরিষেবা চালু না করতেও অনুরোধ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এদিন ঘোষণা করে দেন রাজ্যস্তরে লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন সম্প্রসারিত করল ওড়িশা সরকার।
বৃহস্পতিবার,০৯/০৪/২০২০
703