করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর ২৩ শে জানুয়ারী থেকে উহান শহরে লকডাউন অবস্থা জারী করা হয়েছিল। যার ফলে শহরের ১১ মিলিয়ন নাগরিক গৃহবন্দি হয়ে যায়। অবশেষে করোনা ভাইরাসের আঁতুড়ঘর উহান থেকে লকডাউন তুলে নিয়েছে চীন। এতে প্রায় ৭৬ দিন পর রাস্তায় বের হলো বহু মানুষ। সুত্রের খবর এখান থেকেই মারণ ভাইরাস চিন সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ৭৬ দিন পর বুধবার উহান শহর থেকে লকডাউন উঠিয়ে নেওয়া হল।
বর্তমানে উহানবাসী লকডাউনের অবস্থা থেকে মুক্তি পেয়েছে।
বৃহস্পতিবার,০৯/০৪/২০২০
491