করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার বিশ্বাসযোগ্যতা বজায় রাখুক: সোমেন


বুধবার,০৮/০৪/২০২০
845

করোনার মত ভয়ঙ্কর ভাইরাসকে প্রতিহত করতে সরকারি নির্দেশ মত লকডাউনকে মেনে চলুন। শুধু নিজের স্বার্থ নয়, সকলের স্বার্থ রক্ষায় এই নির্দেশকে মান্যতা দিতেই হবে। রাজ্যের আমজনতার উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, লকডাউন এর দ্বিতীয় সপ্তাহ অতিক্রান্ত হল। এই ১৪ দিনে মানুষ ঘরের মধ্যে বন্ধ থেকে অনেক কষ্ট ভোগ করেছেন। বিশেষ করে দিন আনি দিন খায় সেই সমস্ত মানুষ গুলির যন্ত্রণা অপরিসীম। তা সত্ত্বেও এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ সেই যন্ত্রণা মুখ বুঝে সহ্য করছেন। আগামী এক সপ্তাহ মানুষ এই ভাবেই যন্ত্রণা সহ্য করেও এই লকডাউন মেনে চলবেন বলে বিশ্বাস রাখি।

সোমেন মিত্র বলেন সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী পাঁচ দফা সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন বিজ্ঞাপনের পিছনে টাকা খরচ না করে সেই টাকায় করোনার সঙ্গে লড়ার প্রয়োজনীয় যেসব সামগ্রিক প্রয়োজন তার পিছনে খরচ করা হোক। সমস্ত বিদেশ সফর বন্ধ করে সেই টাকা করোনা মোকাবিলার জন্য ফান্ডে জমা করা হোক। ২০ হাজার কোটি টাকার সংসদের নয়া প্রজেক্ট আপাতত স্থগিত রাখার পক্ষে মত দিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী। সোমেন মিত্র বলেন বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে কেন্দ্রকে

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট