StoryMirror – গল্প / কবিতা / নিবন্ধ -এর অনলাইন প্ল্যাটফর্ম


বুধবার,০৮/০৪/২০২০
2463

StoryMirror কি?

StoryMirror ভারতবর্ষের একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে পাঠকদের সাথে লেখকদের যোগাযোগ স্থাপন করা হয় । বিশ্বের পাঠকরা তারা তাদের ভাষার লেখকদের খুঁজে নেয় এবং তাদের লেখকদের লেখা গল্প এবং কবিতা পড়তে পারে । মোট ১০টি ভাষায় অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয় । আগামীতে আরও কিছু ভাষা যোগ হবে ।

কেন StoryMirror এ লিখবেন ?

(১) সারা বছর প্রতিযোগিতার মাধ্যমে লেখকদের উৎসাহ দেওয়া হয় এবং ব্যস্ত রাখা হয় । লেখকদের সার্টিফিকেট এবং পুরষ্কার দেওয়া হয় ।
(২) লেখকদের যেসব লেখা গল্প / কবিতা / নিবন্ধ প্রকাশিত হয় সব লেখকদের একাউন্টে একসাথে থাকে এবং প্রত্যেকটি লেখা গল্প / কবিতা / নিবন্ধের পাশে লেখকদের নাম দিয়ে কপিরাইট থাকে অর্থাৎ একমাত্র সেই লেখকেরই সম্পূর্ণ অধিকার কপি করার ।
(৩) স্কুল ছাত্র-ছাত্রী, কলেজ ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য আলাদা প্রতিযোগিতার ব্যবস্থা থাকে ।
(৪) বই প্রকাশের সুযোগ আছে ।
(৫) নিজস্ব লেখার অডিও পাঠানোর সুযোগ আছে ।
(৬) প্রত্যেক সপ্তাহে পাঠকরা Author of the Week খুঁজে নেয় ।
(৭) বছরের শেষে এই সব Author of the Week এর থেকে আবার পাঠকরা Author of the Year খুঁজে নেয় ।

www.storymirror.com এ গল্প, কবিতা এবং আবৃত্তি যারা পাঠাতে চান তারা সবাই [email protected] এ আপনাদের ইমেইল আইডি পাঠিয়ে দিন।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট