করোনার আগ্রাসনে গোটা পৃথিবী দেশ রাজ্য আমরা আমাদের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছি। এই সময় রাষ্ট্রের উচিত সাধারণ মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া। সাধারণ মানুষের প্রতি যে হাতটা বাড়াতে হবে তা অবশ্যই নিরপেক্ষভাবে বাড়াতে হবে। আজকের এই দুঃসময়ে সবচেয়ে বড় সহযোগিতা হতে পারে রেশনিং ব্যবস্থা। মানুষের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া। কিন্তু মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশের মানুষ বঞ্চনার শিকার হচ্ছেন। মঙ্গলবার এমনই অভিযোগ করলেন লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রেশনিং ব্যবস্থা সবার জন্য করতে হবে। কিন্তু এখানে একটা রাজনৈতিক হস্তক্ষেপ চলছে। এই কঠিন পরিস্থিতিতে মানুষের দরকার। সরকারকে তা দিতে হবে। এখানে বিশেষ কোন রাজনৈতিক দল কাউকে পাইয়ে দিচ্ছে না। সেই মানসিকতা নিয়ে সরকারকে চলতে হবে।
রেশনিং ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ চলছে, অভিযোগ অধীর চৌধুরীর
মঙ্গলবার,০৭/০৪/২০২০
672