কবিতা || – একদিন- || কবিতা


মঙ্গলবার,০৭/০৪/২০২০
2379

একদিন
এসকেএইচ সৌরভ হালদার

একদিন আমি অমর হব,
যেদিন সময় থেমে যাবে।
একদিন আমি নিঃস্ব হবো,
যেদিন তুমি চলে যাবে।
একদিন আমি লেখক হব,
যেদিন তুমি আমাকে বুঝবে।
একদিন আমি কবি হব,
যেদিন তোমাকে চিঠি লিখব।
একদিন ,যেদিন চলে যাব
সেদিন তুমি আমাকে খুজবে।
একদিন তোমাকে ভেবে ছিলাম
সেদিন তুমি আমাকে কাঁদিয়েছিলে।
একদিন ঝড় থেমে যাবে,
যেদিন পৃথিবী শূন্য হবে।

এসকেএইচ সৌরভ হালদার
বাংলাদেশ

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট