ছদ্মবেশ


মঙ্গলবার,০৭/০৪/২০২০
1319

ছদ্মবেশ
এসকেএইচ সৌরভ হালদার

তোমার মনের ভিতর
লুকিয়ে থাকা ভালোবাসায়,
নিশিরাতে পথ হারায় ।
তোমার আঁচলে ভিতরে
লুকিয়ে আছে এক কোনায় ,
মনের ভেতর মন পাড়ায়।

তুমি যাকে দেখছ
সে তো আসল মানুষ নয়
সে ছদ্দবেশী লুকিয়ে থাকা
অহংকারের প্রদীপ জ্বালায়।

মুখের কোনে একটু হাসি
অষ্টমেলিয়ে চোখ রাখি
সেতো নকল হাসি ,
ছদ্মবেশী এক নারী।

যাকে তুমি খুজতে চাও
সে তো লুকিয়ে আছে
মানুষের ভিড়ে মানুষের
মানুষের বেশ ধরে,
এক অবুঝের মত করে।

সেতো একা একা তোমাকে ভাবে
নীরবে বসে কান্না করে,
তোমার দেখা ছদ্দবেশী নারীটা ।
তুমি যাকে দেখছ
সে তো আসল মানুষ নয়
সে ছদ্দবেশী লুকিয়ে থাকা
অহংকারের প্রদীপ জ্বালায়।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট