AIUTUCর রাজ্য সম্পাদক অশোক দাস এক বিবৃতিতে বলেন- জুট মিলের মালিকরা শ্রমিকদের কাজের জন্য প্রাপ্য টাকা আজ থেকে দেওয়া শুরু করেছে । কিন্তু, করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের ঘোষণা করা লকডাউন চলাকালীন সময়ের কোন বেতন তাদের মালিকরা এখনও দেননি এবং এ সম্পর্কে কিছু বলছেন না।আমরা সকলে জানি যে, কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমদপ্তর ঘোষণা করেছে লকডাউন চলাকালীন কারখানা বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখছি জুটমিল সহ বহু কারখানার মালিকরা লকডাউন চলাকালীন সময়ের বেতন দেননি। তাই আমরা দাবি করছি কেন্দ্র ও রাজ্য সরকারে কাছে- লকডাউন চলাকালীন সময়ের বেতন শ্রমিকদের অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করার জন্য মালিকদের বাধ্য করতে হবে। সাথে সাথে আমরা দাবি করছি সকল সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের খাদ্য সহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং পরিবার পিছু তিন হাজার টাকা অবিলম্বে দিতে হবে।
লকডাউন চলাকালীন সময়ের বেতন শ্রমিকদের অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করতে দাবী জানালো AIUTUCর রাজ্য সম্পাদক অশোক দাস
বৃহস্পতিবার,০২/০৪/২০২০
1051