লকডাউনের চলাকালীন বলিউডে ২৫ হাজার কর্মীকে সলমন খান আর্থিক সাহায্য করবেন।সলমনের সংস্থার তরফে সেই ২৫ হাজার কর্মীদের বিইং হিউম্যানের মাধ্যমে সাহায্য করা হবে’। ২৫ হাজার দিন মজুরের দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি।
বলিউডের টেকনিশিয়ানদের পাশে দাঁড়ালেন ইন্ডাস্ট্রির ‘ভাইজান’ সলমন খান।
মঙ্গলবার,৩১/০৩/২০২০
2854