গত ২৫ মার্চ করোনা ক্ল্যারেন্স হাউসের তরফেই চার্লসের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয়।স্কটল্যান্ডের বালমোরাল প্রসাদে গৃহবন্দি ছিলেন তিনি।টানা ৭ দিন পরের টেস্টেই জানা গিয়েছে যে ব্রিটেনের রাজ পরিবারের এই সদস্য আপাতত কোভিড ১৯ নেগেটিভ। অর্থাৎ কিছুটা হলেও স্বস্তির হাওয়া ব্রিটেনের রাজ পরিবারে। আপাতত সুস্থ প্রিন্স চার্লস।
প্রিন্স চার্লসকে এদিন কোভিড ১৯ মুক্ত বলে ঘোষণা করা হয়েছে।
সোমবার,৩০/০৩/২০২০
657