রাজ্যঃ প্রতিদিন এই রাজ্যেও বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্তের খবর মিলছে। তবে অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যে আক্রান্তের হার অনেক কম। এছাড়া নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত অনেক রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পাশাপাশি অনেক রোগী সুস্থ হয়ে উঠছেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় অনেকেই আশার আলো খুঁজে পাচ্ছেন। রাতদিন এক করে রাজ্যের সমস্থ হাসপাতাল ও স্বাস্থ্য কর্মীরা কাজ করে চলেছেন। সাধারন মানুষকে সুস্থ রাখতে তারা নিজেদের সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।এবার করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে লড়াই চালিয়ে যাওয়া সমস্ত চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, সরকারি কর্মী-আধিকারিক, পুলিস, সাফাই কর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার,৩০/০৩/২০২০
3162
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---