কলকাতাঃ দেশ জুড়ে চলছে লকডাউন। রাজ্য তথা কলকাতা জুড়ে একই ছবি। কিন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে উপছে পড়েছে ভীড় । এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার পাশাপাশি অতিরিক্ত সামগ্রী মজুত করার হিড়িক দেখা যাচ্ছে অনেক ক্রেতাদের মধ্যে। একুশ দিন লকডাউন ঘোষনার পর বাজারমুখি হয়েছেন বহু জনতা। অত্যাবশকীয় প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন সাধারন মানুষ। শুধু শহর কলকাতার বাজার গুলিতেও নয় জেলার বিভিন্ন বাজারগুলিতে অতিরিক্ত সামগ্রী মজুতে হিড়িক ক্রেতাদের। কেউ বা কিনছেন এক বস্তা চাল আবার কেউ বা অতিরিক্ত দ্রব্যাদি কিনছেন আগের তুলনায় অনেক বেশি করে। যার জেরে আরও অনেক ক্রেতাই বঞ্চিত হচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা থেকে। রাজ্য সরকারে তরফ থেকে বারবার ঘোষণা করা হয়েছে যে বাজার প্রতিদিন খোলা থাকবে, সাধারন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস মিলবে প্রতিদিন, তা সত্বেও বহু ক্রেতা অতিরিক্ত সামগ্রী কেনার প্রবনতা চোখে পড়েছে শহরতলি সহ জেলার বিভিন্ন বাজার গুলিতে।
অতিরিক্ত সামগ্রী মজুতে হিড়িক ক্রেতাদের
রবিবার,২৯/০৩/২০২০
530
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---