হরিশ্চন্দ্রপুর: দেশব্যাপী করণা সংক্রমনে নাজেহাল সমাজের সব ধরনের মানুষ। কি করে ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যাবে এখনো পর্যন্ত এ প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। এর মধ্যেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন এলাকা জীবাণুমুক্ত করতে পথে নামল হরিশ্চন্দ্রপুর দমকল। এদিন দমকল কর্তৃপক্ষ হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেমন ডেলি মার্কেট লাইব্রেরী মাঠ ইলেকট্রিক অফিস হাসপাতাল বিভিন্ন স্কুল চত্বর বাস স্ট্যান্ড জনবহুল স্থান গুলি তে জীবানুনাশক লিকুইড দমকলের মেশিনের মাধ্যমে স্প্রে করল।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ফায়ার ব্রিগেডের অফিসার ইনচার্জ প্রবীর রায় জানালেন সরকারি নির্দেশ মোতাবেক আমরা হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন এলাকায় লাগাতার এই স্প্রে কর্মসূচি চালিয়ে যাব। এর মাধ্যমে যতটা সম্ভব বিভিন্ন এলাকায় জীবাণুমুক্ত করা সম্ভব হবে।
হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী মহাভির প্রসাদ আগারওয়ালা জানালেন সরকারের এই উদ্যোগ প্রশংসার যোগ্য। এর ফলে বিভিন্ন এলাকা কিছুটা হলেও জীবাণুমুক্ত হবে।