কলকাতাঃ দেশজুড়ে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা দেশে ইতিমধ্যে ৯০০ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এই মারন ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে গোটা বিশ্বজুড়ে। শুধু গোটা বিশ্ব নয় এই রাজ্যেও এই ভাইরাস থাবা বসিয়েছে এই মারন ভাইরাস নোভেল করোনা। সুত্রের খবর এবার রাজ্য সরকারের হয়ে সচেতনতার প্রচার করবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়।করোনা মোকাবিলায় রাজ্য সরকারের সচেতনতা বার্তা প্রচার করবেন দুই নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এস্থার ডুফলো। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে অভিজিতের। জানিয়েছেন, করোনা রুখতে অনুশাসন ও সচেতনতা জরুরি। এই রাজ্যে বেশ কয়েকজন মারন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া রাজ্য সরকারের তরফে বারবার সচেতনতার প্রচার করা হচ্ছে। তবে এবার রাজ্য সরকারের হয়ে সচেতনতার বার্তা প্রচার করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
রাজ্য সরকারের হয়ে সচেতনতার বার্তা প্রচার করবেন নোবেলজয়ী
শনিবার,২৮/০৩/২০২০
620
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---