কলকাতা : বর্তমানে গোটা রাজ্য তথা দেশ জুড়ে চলছে লক ডাউন। স্বাভাবিক ভাবে তাঁর প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে। সাধারন খেটে খাওয়া মানুষের রোজনামচার জীবনে কিছুটা হলেও এর প্রভাব পড়েছে পরোক্ষভাবে। ইতিমধ্যে গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নোভেল করোনা ভাইরাস যার জেরে সারাদেশ লক ডাউন ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী। সাধারন মানুষের সুরক্ষার জন্য এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। কিন্ত প্রতিদিন খেটে খাওয়া মানুষের সাংসারিক জীবনে কিছুটা হলেও এর প্রভাব পড়েছে। কাজে না গেলে কিভাবে চলবে এই একুশটা দিন। এই প্রশ্ন এখন ঘোরা ফেরা করছে আমজনতার মনে। আর রাজ্য তথা দেশের এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলো নাইড হিউম্যানিটি ওয়েলফেয়ার। নাইড হিউম্যানিটি ওয়েলফেয়ার এর উদ্যেগে আজ থেকে দুঃস্থ সাধারন মানুষের কাছে পৌঁছে দেওয়া শুরু হল নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল আলু ইত্যাদি।
এছাড়া জানা গিয়েছে জেলা জূড়ে চলবে তাদের এই প্রয়াস। পাশাপাশি এই কর্মকাণ্ডের সাথে যুক্ত একজন সদস্য জানান দেশের এমন পরিস্থিতিতে যাদের দিন আনা দিন খাওয়ার মাধ্যমে চলে সংসার, সেই সকল দরিদ্র মানুষের কাছে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জণ্য আমাদের এই প্রয়াস। তারা আরও জানান আজ “খাদ্য সামগ্রী” পৌঁছানো গেছে উত্তর ২৪ পরগনার , হাড়োয়া ব্লক – এর গাঙপাড়া ও ভাঙ্গাপাড়া গ্রামে। এদিন সম্পূর্ণ কাজ টি পরিচালনা করে হাড়োয়া -র চার যুবক : বুদ্ধদেব কর্মকার , সোমনাথ কর্মকার , গৌর কর্মকার , বাবলু কর্মকার। অনেক সাধারন মানুষ বলছেন এখনও পৃথিবীতে মানবতা বেঁচে আছে নাইড হিউম্যানিটি ওয়েলফেয়ার তা আরও একবার প্রমান করল। বিশ্ব জুড়ে ক্রীড়াবিদরা অনেক আগেই এগিয়ে এসেছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে। এবার সাধারন মানুষের মধ্যে থেকে সেই তালিকায় নাম লেখালেন নাইড হিউম্যানিটি ওয়েলফেয়ার। পৃথীবীতে এই ভাবেই বেঁচে থাকুক মানবতা।
নাইড হিউম্যানিটি ওয়েলফেয়ার ফেইসবুক পেজ : https://www.facebook.com/nidehumanitywelfare