করোনা-ত্রাণে গড়া ‘ইমার্জেন্সি রিলিফ ফান্ডের’ অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড এ দিন ঘোষণা করেন মমতা। এই তহবিলে যে-কোনও ব্যক্তি বা সংস্থা অর্থসাহায্য করতে পারেন। কোরোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের জন্য ২০০ কোটির আপৎকালীন ত্রাণ তহবিল শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর জরুরী ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দিয়েছে বোরোলীন। সংস্থার তরফে দেবাশিস দত্ত জানিয়েছেন, এই অনুদান মুখ্যমন্ত্রীর জরুরী ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।