কলকাতাঃ দেশ তথা রাজ্যের সংকটময় মুহুর্তে তিনি এবার পথে নামলেন মুখ্যমন্ত্রী। সাধারন মানুষকে সচেতন করলেন। কিভাবে এই ভাইরাসের মোকাবিলা করতে হবে তা সম্পর্কে বিশদে সাধারন মানুষকে জানান তিনি। স্বাভাবিক ভাবে তাঁর এই অভিনব উদ্যেগে প্রশংসা করেছে তরুন প্রজন্ম থেকে শুরু করে রাজ্যবাসী সকলেই। এদিন রাজপথে নেমে সাধারন মানুষকে সাবধানতা অবলম্বন করতে অনুরোধ জানান।
বাজার পরিদর্শনে গিয়ে নিজে থেকেই এঁকে দিলেন সুরক্ষা বলয়। গরিবদের বিলিয়ে দিলেন মাস্কও।কীভাবে, কতটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে গ্রাহকদের, তা রাস্তায় এঁকে বুঝিয়ে দেন তিনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে কলকাতার বিভিন্ন বাজার ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রেতা ও দোকানদারকে সুরক্ষা ব্যবস্থা নিতে বলেন তিনি।
এছাড়া হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করা অনুরোধ জানান তিনি। বাড়িতে থাকার পরামর্শের পাশাপাশি, বাইরে বেরোলে কীভাবে সোশ্য়াল ডিসটেন্স বজায় রাখা যায়, তা এদিন ছবি এঁকে বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী। ।এদিন মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন সবাইকে, কেউ যেন আতঙ্কে হুড়োহুড়ি করে জিনিসপত্র না কেনেন।