এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরিয়ে পোস্তা, জানবাজার, তালতলা, লেক মার্কেট, গড়িয়াহাট বাজার আচমকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পুলিস কমিশনার অনুজ শর্মা সহ কলকাতা পুলিসের অন্যান্য কর্তা এবং টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে নিয়ে হাল-হকিকত খতিয়ে দেখেন তিনি।বাজার পরিদর্শনে গিয়ে নিজে থেকেই এঁকে দিলেন সুরক্ষা বলয়। গরিবদের বিলিয়ে দিলেন মাস্কও।কীভাবে, কতটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে গ্রাহকদের, তা রাস্তায় এঁকে বুঝিয়ে দেন তিনি।
Dot & Key Strawberry Dew Do-it-all Moisturizer - 15g
Now retrieving the price.
(as of রবিবার,১৬/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)