এ দিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দরিদ্রদের পাশে দাঁড়াতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত করতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।প্রতি মাসে বিনামূল্যে দশ কেজি করে চাল অথবা আটা এবং ১ কেজি করে ডাল দেওয়ার ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং প্রবীণ ও মহিলাদের জন্য বিভিন্ন সুবিধার কথা ঘোষণা করেন তিনি।যে সমস্ত সংস্থার কর্মীসংখ্যা ১০০-র কম এবং সংস্থার ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম, তাদের হয়ে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকাই জমা দেবে কেন্দ্র। এ দিন সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ”এই সংকটের সময়ে সরকার মহিলা, অভিবাসী কর্মী এবং সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের সাহায্যে বিশেষ পদক্ষেপ করছে সরকার।
বৃহস্পতিবার একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
বৃহস্পতিবার,২৬/০৩/২০২০
487
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---