বৃহস্পতিবার একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


বৃহস্পতিবার,২৬/০৩/২০২০
487

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

এ দিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দরিদ্রদের পাশে দাঁড়াতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত করতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।প্রতি মাসে বিনামূল্যে দশ কেজি করে চাল অথবা আটা এবং ১ কেজি করে ডাল দেওয়ার ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং প্রবীণ ও মহিলাদের জন্য বিভিন্ন সুবিধার কথা ঘোষণা করেন তিনি।যে সমস্ত সংস্থার কর্মীসংখ্যা ১০০-র কম এবং সংস্থার ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম, তাদের হয়ে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকাই জমা দেবে কেন্দ্র। এ দিন সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ”এই সংকটের সময়ে সরকার মহিলা, অভিবাসী কর্মী এবং সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের সাহায্যে বিশেষ পদক্ষেপ করছে সরকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট