সারাবিশ্ব জুড়ে ত্রাস চালাচ্ছে করোনা ভাইরাস। এছাড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে প্রতিদিন। সুত্রের খবর ইতিমধ্যে স্পেনে মৃত এর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩ হাজারের বেশি।দেশের এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সংক্রামিত হলেন স্পেনের উপ প্রধানমন্ত্রী কারমেন কালভো। জানা গিয়েছে, মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ইটালিতে মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকে। আক্রান্তের হিসেবে চিনের পরে থাকলেও মৃতের হিসেবে চিনকে পিছনে ফেলে দিয়েছে ইটালি।
স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন কালভোও করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার,২৬/০৩/২০২০
768
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---