ভাঙ্গড়ঃ গতকালের পর আজও উদাসীন সাধারন মানুষ। এমনিতেই সরকার বার বার জমায়েত না-করার আবেদন জানাচ্ছে। ছোঁয়া বাঁচাতে নির্দিষ্ট দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে শান্ত ভাবে কেনাকাটা করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।কিন্ত সকাল থেকেই দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের বিভিন্ন বাজারে দেখাগেল আমজনতার পাল্লা দেওয়া ভীড়। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ভাঙড়ের প্রতিটি সব্জীর বাজারে ভীড় ছিল চোখে পড়ার মত। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের এমন ছবি অনেক জায়গাতেই ধরা পড়েছে।প্রশাসনের তরফ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যে নিরাপদ দুরত্ব বজায় রাখুন, জমায়েত করবেন না, অযথা বাজার সংলগ্ন এলাকায় ভীড় জমাবেন না। তবুও কেউ কেউ সেই নিষেধ অমান্য করে বাইরে বেরোচ্ছেন।
কিন্ত আজ এক নতুন চিত্র দেখা গেল ভাঙড়ের পোলেরহাট অঞ্চলে। পথচলতি সাধারন মানুষকে হাতজোড় করে অনুরোধ জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। এছাড়া সাধারন মানুষকে সচেতনতার বার্তা দিতে দেখা গেল আজ প্রশাসনের তরফ থেকে । পাশাপাশি সাধারন নাগরিকদের উদ্দেশ্যে তাঁরা বলেন এই কয়েকটা দিন সরকারী নির্দেশিকা মেনে চলুন। অত্যাবশ্যকীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। সুস্থ থাকুন, সুস্থাভাবে জীবনযাপন করুন। আপনার পরিবারকে সুস্থ রাখুন। প্রশাসনের তরফে এই অভিনব উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।