“আতঙ্কিত হবেন না। আতঙ্ক ছড়াবেন না। সবাই বাড়িতে থাকুন।


সোমবার,২৩/০৩/২০২০
929

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

রবিবারই নবান্নের তরফে নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গেও লকডাউনের সিদ্ধান্ত জানানো হয়েছে। সোমবার বিকেল ৫ টা থেকে শুক্রবার ২৭ মার্চ রাত ১২ টা পর্যন্ত জারি থাকবে লকডাউন। এই মুহূর্তে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১৫। মৃত্যু হয়েছে ৭ জনের। পশ্চিমবঙ্গেও করোনায় আক্রান্ত কয়েকজন।  দেশের ৭৫টি জেলায় আপাতত লক ডাউনের ঘোষণাও করা হয়েছে।

 

WHO বলছে সরকারি হিসেবে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি মানুষ। এছাড়া  আজ বিকাল থেকেই লকডাউন হয়ে যাচ্ছে মহানগরী কলকাতাও। দেশে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে প্রতিদিন। স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়িয়েছে আমজনতার মধ্যে। এমন পরিস্থিতিতে সাধারন মানুষকে আরও অনেক বেশি সচেতন হতে অনুরোধ করেছেন রাজ্য সরকার। এছাড়া গুজবে কান দিতে নিষেধ করা হয়েছে।

 

আজ থেকে রাজ্যে সহ শহরতলি লকডাউন হয়ে যাচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব বিবেক কুমারের জারি করা নির্দেশিকায় অবশ্য লকডাউন শব্দটি ব্যবহার না করে এইসব ব্যবস্থা গ্রহণকে ‘কমপ্লিট সেফটি রেস্ট্রিকশন’ বলে উল্লেখ করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট