প্রায় ফাঁকা ষ্টেশান চত্বর ও ফাঁকা বাজার বন্ধ দোকানপাট


রবিবার,২২/০৩/২০২০
709

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ সকাল থেকেই শুনশান তিলোত্তমা কলকাতা। এছাড়া স্বেচ্ছায় ঘরবন্দী বহু মানুষ। শিয়ালদহ চত্বর জুড়ে ছবিটা একেবারে অন্যরকম। স্টেশান চত্বর প্রায় ফাঁকা বললেই চলে। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর শুনশান, পাশাপাশি পথে ঘাটে কম চলছে বাস, ট্রেন। শুনশান ফেরিঘাট, রাস্তাঘাট, ও স্টেশান চত্বর। করোনা ভাইরাসকে রুখতে স্বেচ্ছায় ঘরবন্দী বহু মানুষ।উদ্দেশ্য একটাই করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর উদ্যোগকে সহায়তা করা।করোনা মোকাবিলায় কার্‍্যত সামিল তিলোত্তমাবাসী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষ জনতার কার্ফুতে শামিল হয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট