রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে জনতা কার্ফু। প্রাথমিক নির্দেশ মত আজ সারাদেশ জুড়ে সাধারন মানুষ নিজেকে ঘরের মধ্যে রেখেছেন, আজ রাস্তা ঘাট মুলত জনশুন্য। সুত্রের খবর ভারতের রাজধানী দিল্লিতে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে আজ। নয়ডা ও গুরগাঁও-র মেট্রো ও বন্ধ রাখা হবে। আজ বেঙ্গালুরুর ব্যস্ত ম্যাজিস্টিক বাস টার্মিনাসেও কোনও যাত্রী নেই।জনতা কার্ফু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সতর্ক থাকুন। আতঙ্কিত নয়।
জনতা কার্ফু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সতর্ক থাকুন। আতঙ্কিত নয়।
রবিবার,২২/০৩/২০২০
477
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---