আজ সকাল থেকেই দেশের বিভিন্ন রাজ্যে কার্ফু পালন করছে আমজনতা। সকাল থেকেই পথ ঘাট শুনশান, পাশপাশি পরিবহন ব্যাবস্থা একেবারেই নিস্তব্ধ, অনেকেই আজ বাড়ির বাইরে পা রাখছেন না। দেশজুড়ে সচেতনতা পালন করছে সাধারন মানুষ। দেশের এই কঠিন সময়ে সকল দেশবাসীকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন মোদি। সকলকেই এক সূত্রে বাঁধতে পেরেছেন তিনি। করোনা রুখতে প্রধানমন্ত্রী তাই এই এক দিন দেশবাসীকে স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছেন।
রবিবার সকাল ৭টা থেকে দেশজুড়ে চালু হয়ে গিয়েছে জনতা কার্ফু। চলবে রাত ১০টা পর্যন্ত।
রবিবার,২২/০৩/২০২০
421
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---