আগামিকাল, রবিবার গোটা দেশে সকাল সাতটা থেকে ১৪ ঘণ্টা ‘জনতা-কার্ফু’ পালনের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।


শনিবার,২১/০৩/২০২০
741

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আগামিকাল, রবিবার গোটা দেশে সকাল সাতটা থেকে ১৪ ঘণ্টা ‘জনতা-কার্ফু’ পালনের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ, যত বেশি মানুষ নিজেদের ভিড় থেকে সরিয়ে রাখবেন, করোনা ছড়ানোর সম্ভাবনা তত কমবে। সুত্রের খবর  রবিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত রেল পরিষেবা বন্ধ থাকবে। জানা গেছে, আগামী ২২ মার্চ রবিবার কলকাতা,মুম্বই, দিল্লি, চেন্নাই, সেকেন্দ্রেবাদে শহরতলির ট্রেন পরিষেবা থাকবে ন্যূনতম। জনতা কার্ফুয়ের জেরে কমিয়ে দেওয়া হচ্ছে মেট্রোও। উত্তর থেকে দক্ষিণে ১২৪টি মেট্রোর পরিবর্তে রবিবার চলবে মাত্র ৬২টি ট্রেন।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট