সময়ের সঙ্গে সঙ্গ প্রকট হচ্ছে করোনা বিপর্যয়ের ছবিটা।দেশে যাতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে না বাড়ে, তার জন্য সব রাজ্য সরকারগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে কেন্দ্র। সুত্রের খবর রাজস্থানে নতুন করে ছ জন ও পাঞ্জাবে আরওতিন জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে।অন্যদিকে করোনার জেরে তামিলনাড়ু এবং পুদুচেরিতে ১৫ এপ্রিল পর্যন্ত দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রাজস্থানে নতুন করে ছ জন ও পাঞ্জাবে আরও তিন জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে।
শনিবার,২১/০৩/২০২০
433
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---