হাতে পেলেন সার্টিফিকেট, রাজ্যসভায় গেলেন সুব্রত, দীনেশ, মৌসম, অর্পিতা । রাজ্যসভায় পশ্চিমবঙ্গের শূণ্য পাঁচ আসনের চারটিতে তৃণমূল ও একটিতে বাম কংগ্রেস জোট প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পাঁচ জনই। তৃণমূলের নির্বাচিত চার প্রার্থী সুব্রত বক্সী, দীনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নুর ও অর্পিতা ঘোষ বুধবার বিধানসভা থেকে সার্টিফিকেট নিলেন।
রাজ্যসভায় গেলেন সুব্রত, দীনেশ, মৌসম, অর্পিতা
বুধবার,১৮/০৩/২০২০
980