এবার করোনা আক্রান্তের খোঁজ মিলল মহানগরীতেও। আক্রান্ত এক যুবক। ওই যুবক এক আমলার পুত্র বলে সূত্রের খবর। বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন। তাকে রাখা হয়েছে বিশেষ আইসোলেশন বিভাগে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা সন্দেহে অনেকে হাসপাতালে ভরতি করা হলেও কারও শরীরে পজিটিভ সংক্রমণ মেলেনি। আর সেটাও রইল না। ইংল্যান্ড ফেরত এক যুবকের দেহে মিলেছে covid-19-এর সংক্রমণ। ইতিমধ্যেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
জানা গিয়েছে, গত ১৫ মার্চ ওই যুবক ইংল্যান্ড থেকে ফিরেছিলেন। এরপরই জানা যায়, ওই ব্যক্তি ইংল্যান্ডে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই পার্টিতে থাকা ৪ জনের শরীরে মেলে করোনাভাইরাস। যদিও ভারতে ফেরার পর ওই যুবকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মতো কোনও উপসর্গ ছিল না। কিন্তু শুধুমাত্র ইংল্যান্ড থেকে ফেরার কারণেই তাঁকে সোমবার বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখান থেকে তাঁর নমুনা সংগ্রহ করেই পাঠানো হয়েছিল বেলেঘাটা আইডিতে। ওই যুবক রাজ্যের এক আমলার পুত্র বলে জানা গিয়েছে।