ভোটের প্রস্তুতি নিয়ে এদিন সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার এই বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়।করোনাভাইরাসের জেরে রাজ্যে আপাতত পুরভোট না-করার সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার সর্বদলীয় বৈঠকের পরে বিবৃতি দিয়ে সে-কথা জানিয়েছে তারা।করোনা সংক্রমণের জেরে রাজ্যে ১০২টি পুরসভার ভোট আপাতত স্থগিত করা হল।রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এদিন সাংবাদিক সম্মেলনে জানানো হয় রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু করোনা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে সব পক্ষের মতামত নিয়ে নির্বাচন আপাতত পিছানো হচ্ছে।
করোনাভাইরাসের জেরে রাজ্যে আপাতত পুরভোট না-করার সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন
মঙ্গলবার,১৭/০৩/২০২০
499
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---