বাংলাদেশে অবৈধ গ্যাসের সংযোগ থাকবে না


সোমবার,১৬/০৩/২০২০
690

ডেস্ক রিপোর্ট, ঢাকা: তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ১৫ মার্চ রবিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীমুজিববর্ষ২০২০উপলক্ষে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বৈঠকে স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এর সভাপতিত্বে কমিটির সদস্য নসরুল হামিদ, মো. আবু জাহির, মো. আলী আজগার, এস, এম, জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম, বেগম নার্গিস রহমান অংশগ্রহণ করেন। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, রাজধানীর বিভিন্ন বস্তি বা অঞ্চলে তিতাস গ্যাসের যেসব অবৈধ সংযোগ রয়েছে তা খুঁজে বের করে সংযোগ বিচ্ছিন্ন করা এবং যারা এসব অবৈধ সংযোগ দেবার সঙ্গে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করার সুপারিশ করেন। বৈঠকে ব্লু ইকোনমিসহ জ্বালানি তেলের নতুন উৎস অনুসন্ধানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অগ্রগতি প্রতিবেদন, কয়লা সম্পদের যৌক্তিক ব্যবহার নিশ্চিতে নেয়া পদক্ষেপ, তিতাস গ্যাসের বকেয়া বিল ও তিতাস গ্যাসের হালনাগাদ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও বিভিন্ন কোম্পানির বার্ষিক প্রতিবেদন কমিটির সকল সদস্যকে পাঠানোর জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান (সরকারের সচিব), বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর পরিচালক, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট