বাংলাদেশের ঢাকায় মানুষের চলাচলে কিছুটা শ্লথ গতি

মিজান রহমান, ঢাকা: শুরুটা চীনের হুবেই প্রদেশের উহান থেকে। এরপর এক এক করে বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে রোগটি। এতে মৃত্যুর সংখ্যা সাড়ে ৫ হাজারের কাছাকাছি। আক্রান্ত ১ লাখ ৪৬ হাজার। এমন অবস্থায় করোনাভাইরাস যেন বাংলাদেশে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্কতা অবলম্বন করতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সতর্কতার মধ্যে অন্যতম হচ্ছেসম্ভব হলে গণজমায়েত এবং গণপরিবহন পরিহার করা। ১৪ মার্চ শনিবার রাজধানীর শাহবাগ, টিএসসি চত্বর, গুলিস্তান, পল্টন, ফার্মগেট, কাওরানবাজার, মানিক মিয়া অ্যাভিনিউয়ে আগের চেয়ে কম লোক দেখা যায়। জনসমাগম কম কেনএমন প্রশ্নের উত্তরে একাধিক ব্যক্তি এবং ফুটপাতে ব্যবসা করা লোকজন জানান, করোনাভাইরাসের আতঙ্কে মানুষ খুব বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন তারাও কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছে। সে কারণেই রাস্তাঘাটে লোকজন কম দেখা যাচ্ছে। পল্টন এলাকায় মগবাজার নিবাসী শিমুল বলেন, আমরা খেটে খাওয়া মানুষ, বাসায় বসে বসে খাওয়ার মতো টাকাপয়সা আমাদের নেই। কাজ না করলে আমাদের চলবে না। তবে এই ভাইরাসের কারণে কাজকর্মের অবস্থা খারাপ হয়ে গেছে।

এই অবস্থা বেশি দিন চললে আমার মতো খেটে খাওয়া মানুষের অনেক সমস্যা হয়ে যাবে। অন্যদিকে রাজধানীতে চলাচলকারী, সাভার পরিবহন, ট্রান্স সিলভা পরিবহন, বিহঙ্গ পরিবহন, সদরঘাট থেকে গাবতলীতে চলাচল করা ৭ নম্বর পরিবহনসহ আরো কয়েকটি পরিবহনের যাত্রীর সংখ্যাও অনেক কম লক্ষ করা যায়। এসব পরিবহনে এর আগে যাত্রীরা সিট না পেয়ে দাঁড়িয়ে, গাদাগাদি করে যেতে দেখা যেত। সেসব পরিবহনেও দেখা যায় অনেক আসন খালি রয়েছে। বাসের মধ্যেও দেখা যায় যাত্রীদের বেশির ভাগই মাস্ক ব্যবহার করছে। সাভার পরিবহনে সদরঘাট অভিমুখে যাওয়া শ্যামলী নিবাসী আবদুল বারেক নামের এক ব্যবসায়ী বলেন, করোনাভাইরাসের ভয়ে অনেকে বাসে চলাচল কম করছে। আমার মতো বা যাদের আয়রোজগার কম, তাদের তো বাস ছাড়া বিভিন্ন জায়গায় যাওয়াআসার অন্য কোনো উপায় নেই। তাই বাধ্য হয়েই বাসে চলাচল করি। প্রেস ক্লাবের সামনে দায়িত্ব পালনকারী বিহঙ্গ পরিবহনের টিকিট চেকার গোবিন্দ এ বিষয়ে বলেন, যেদিন থেকে ভাইরাস ধরা পড়ছে, তারপর থেকেই আমাদের যাত্রীর সংখ্যা অনেক কমে গিয়েছে। বর্তমানে আগের তুলনায় যাত্রীর সংখ্যা অর্ধেক বলা যায়। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর অধিকাংশ রাজনৈতিক দল তাদের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মসূচি পালনের চেয়ে করোনাভাইরাস মোকাবিলায় গণসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করছেন।

admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

12 hours ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

12 hours ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

12 hours ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

12 hours ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

12 hours ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

12 hours ago