চিনের পাশাপাশি থাইল্যান্ডেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের থাবা। ইতোমধ্যে সেদেশে ৮ জন আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া রবিবার রাতে করোনাভাইরাস সন্দেহে বেলেঘাটার আইডি হাসপাতালে এক চিনা তরুণীকে ভর্তি করা হয়েছে। ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের এমন পরিস্থিতিতে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া বেশ কিছু রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । এখনও পর্যন্ত মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, কেরল, কর্ণাটকের মতো ১৩টি রাজ্যে মোট ১০৯ জন করোনায় আক্রান্ত।
ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
সোমবার,১৬/০৩/২০২০
391
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---