ভারতে করোনাভাইরাস সংক্রমনে এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। ৮০ জনের বেশি ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকার ভিড়ি এড়াতে ক্রীড়া প্রতিযোগিতায় দর্শকদের আসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এবার করোনা আক্রান্তদের সাহায্যার্থে এগিয়ে এলেন পর্তুগিজ সুপারস্টার তথা জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানা গিয়েছে রোনাল্ডো তাঁর সমস্ত হোটেলই করোনার চিকিত্সার সবরকম বন্দোবস্ত করেছেন। এছাড়া নোভেল করোনায় আক্রান্তদের চিকিত্সায় বিনা পয়সায় করা হবে । আক্রান্তদের বিনামূল্যে সেই চিকিত্সা দেওয়া হবে এবং তার যাবতীয় খরচ বহন করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।উল্লেখ্য, গোটা ইউরোপে বেশ প্রভাব বিস্তার করেছে নোভেল করোনা ভাইরাস। সেই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সব ফুটবল লিগ।