মাস্কের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ “বংলার গর্ব মমতা” কর্মসূচির তৃতীয় পর্যায়ের অনুষ্ঠান


রবিবার,১৫/০৩/২০২০
743

মাস্কের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ “বংলার গর্ব মমতা” কর্মসূচির তৃতীয় পর্যায়ের অনুষ্ঠানে “স্বীকৃতি সম্মেলন” কর্মসূচি শুভ সূচনা করলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি।

দলীয় নির্দেশ মতো বহু তৃণমূল কংগ্রেসের পুরানো সক্রিয় বলিষ্ঠ কর্মীদের আমন্ত্রণ করা হয় আজকের “স্বীকৃতি সম্মেলন” অনুষ্ঠানে।
এই সম্মেলন অনুষ্ঠানে আমন্ত্রিত সকল ব্যাক্তি বর্গ এসে উপস্থিত হন।সকলকে উত্তরীয় ও একটি করে গোলাপ দিয়ে স্বীকৃতি সম্মানে সম্মানিত করলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি।এর পর দলীয় নির্দেশ মতো কেনো বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সংক্ষিপ্ত ব্যাখ্যা করেন বিধায়ক ইদ্রিশ আলি।

উপস্তিত ব্যক্তি বর্গ তথা পুরানো দলীয় কর্মীরা অনেকেই তাদের মান অভিমানের কথা জানায়। বিধায়ক ইদ্রিশ আলি তাঁর সাধ্য মতো কর্মীদের মান অভিমান ভাঙ্গায় এবং অনুষ্ঠানের শেষ পর্বে সেই সব পুরানো দলীয় কর্মীদের সম্মানের সাথে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে পুনরায় দলে ফিরিয়ে আনলেন বিধায়ক ইদ্রিশ আলি।

বিধায়ক ইদ্রিশ আলি বিশেষ ধণ্যবাদ জানান এবং তিনি কৃতজ্ঞ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে।
তিনি ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী,শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় ,কলকাতার মহানাগরিক মাননীয় ফিরাদ হাকিম,তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং মাননীয় প্রশান্ত কিশোর মহাশয় এর প্রতি।।
অনুষ্টানের শেষে সকল কর্মী ও সাংবাদিক বন্ধুদের নিয়ে দুপুরের খাবার একসাথে খেলেন বিধায়ক ইদ্রিশ আলি।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান মাননীয় অভয় কুমার দাস,ভাইস চেয়ারম্যান মাননীয় আব্বাসউদ্দীন খাঁন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন,উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের যুব সভাপতি বাদশা মিদদে,কাউন্সিলর ইনামুর রহমান,কাউন্সিলর আকবর সেখ,কাউন্সিলর সাস্বতী সাঁতরা,সহ বহু দলীয় নেতৃত্ব।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট