বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারী রুখতে সার্ক-ভুক্ত সব দেশ যে একসাথে হাত মেলাচ্ছে তাতে খুশি মোদী। শনিবার রাতে তিনি টুইট করে বলেন, “রোগমুক্ত বিশ্ব গড়ে তোলার পথে ঠিক সময় মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুসারে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩। সব থেকে বেশি আক্রান্ত কেরলা ও মহারাষ্ট্রে। করোনা ভাইরাসের প্রভাবে ইতালির পরিস্থিতি ভয়াবহ। ইতিমধ্যেই সেখানে ১৪১১ জন এই মারণ ভাইরাসের শিকার হয়েছেন। পাশাপাশি ইরান-ফেরত ২৩৪ জন ভারতীয়কে নিয়ে যাওয়া হল জয়সলমীরে। সেখানে সেনার ওয়েলনেস সেন্টারে রাখা হবে তাঁদের। এই ভাইরাসটিকে ‘মহামারি’ ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংক্রমণে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে প্রতিদিন।
দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩, মৃত ২।
রবিবার,১৫/০৩/২০২০
659
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---