করোনার আতঙ্ক বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাও। আঁতুরঘর চিন। এখন সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে সিওভিডি-১৯ সংক্রমণ। এছাড়া বিশের অন্যতম সেরা পর্জটন কেন্দ্র ইতালীতে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন বহু মানুষ এই মারন ভাইরাসে। সবমিলিয়ে মৃত্যু মিছিল অব্যাহত গোটা ইতালী জুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহন করেছে।অন্যদিকে চিনের ন্যাশনাল হেল্থ কমিশনের রিপোর্ট বলছে হুবেই প্রদেশ মিলিয়ে মূল ভূখণ্ডে করোনা সংক্রামিতের সংখ্যা ছুঁয়েছে সাত লক্ষ। সিওভিডি-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩,১৮৯।
ইতালিতে চেপে বসেছে করোনাভাইরাসের থাবা।
রবিবার,১৫/০৩/২০২০
776
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---