কলকাতাঃ করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্বে। পৃথিবীর বিভিন্ন দেশে এই মারন ভাইরাস মহামারীর আকার নিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। কিন্ত এবার নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। সুত্রের খবর ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল রাজ্য সরকার।তবে স্কুলের নিজস্ব পরীক্ষাও বন্ধ থাকবে। তবে বিভিন্ন বোর্ডের যে সব পরীক্ষা এখন চলছে, সেগুলি যথারীতি চলবে।এছাড়া স্কুল-কলেজের পাশাপাশি সায়েন্স সিটি, বিড়লা তারামণ্ডল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম এবং ভারতীয় জাদুঘরও আজ, রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে। বিশেষ সতর্কতা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষও।
সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।
রবিবার,১৫/০৩/২০২০
851
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---