নির্দল প্রার্থী দীনেশ বাজাজ, চ্যালেঞ্জের মুখে বিকাশ


শনিবার,১৪/০৩/২০২০
737

রাজ্যসভার পঞ্চম আসনের লড়াই জমে উঠলো। বাম ও কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। লড়াই জমিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক দিনেশ বাজাজ। নির্দল প্রার্থী হিসাবে শুক্রবার রাজ্যসভার নির্বাচনের জন্য বিধানসভায় মনোনয়নপত্র পেশ করেন তিনি। রাজ্য বিধানসভায় মোট বিধায়ক এর যে সমান ও প্রতিকার তাতে করে তৃণমূলের 4 জন প্রার্থীর জয় নিশ্চিত। তৃণমূলের হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সী, অর্পিতা ঘোষ এবং মৌসম বেনজির নূর এর জয় নিয়ে কোন সন্দেহ থাকছে না। বাম ও কংগ্রেস বিধায়করা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একযোগে ভোট দিলে তার জয়ও নিশ্চিত। কিন্তু সেক্ষেত্রে অন্যথা হলে যথেষ্টই বিপাকে পড়তে হতে পারে বিকাশ বাবুকে।

তৃণমূল কংগ্রেসের অতিরিক্ত ভোট দিনেশ বাজাজ এর পক্ষে যাওয়া সম্ভব না। সেই অঙ্কেই দিনেশ বাজাজকে তৃণমূল নির্দল প্রার্থী করেছে এমনটাই মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের। গত কয়েক বছরে যেসব বিধায়ক বাম – ককংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন তাদের ভোট দিনেশ বাজাজ পেতে পারেন। বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র তোলা হলেও শেষ পর্যন্ত তাদের কোন প্রার্থী রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই সূত্রের খবর। সে ক্ষেত্রে বিজেপি বিধায়কদের ভোট দিনেশ বাজাজ এর পক্ষে যাওয়ার প্রবল সম্ভাবনা। তৃণমূল ও বামেদের শিবির ছেড়ে যেসব বিধায়ক বিজেপিতে গিয়েছেন তাদের ভোটও দিনেশ বাজাজ পেতে পারেন। কংগ্রেস শিবিরের একাংশ বিধায়কের সমর্থন দিনেশ বাজাজ টানতে পারলেই অংক বদলে যেতে পারে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হলো বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট