মঙ্গলবার কল্যাণীতে আইজলকে হারিয়ে ভারতসেরা হয়ে গেল সবুজ-মেরুন শিবির।


মঙ্গলবার,১০/০৩/২০২০
785

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ হোলির রঙ সবুজ মেরুন। আরও একবার আইজলকে পরাজিত করে ভারতসেরা হল মোহনবাগান। এই জয়ের পর স্বাভাবিকভাবে উচ্ছসিত মোহনবাগান সমর্থকেরা। আরও একবার স্বপ্নপুরন সবুজ মেরুন শিবিরের। এদিন ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে কল্যাণী স্টেডিয়াম। ছোট গ্যালারি হলেও এদিন বাগানকে চ্যাম্পিয়ন হতে দেখতে হাজার হাজার সমর্থক হাজির হয়েছিলেন কল্যাণীতে। সারাক্ষণ চেঁচিয়ে-চেঁচিয়ে দলকে উৎসাহ জুগিয়েছেন মেরিনার্সরা। জাতীয় লিগ ও আইলিগ যোগ করলে মোহনবাগান চ্যাম্পিয়ন হল এই নিয়ে পাঁচবার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট