বসন্তের আকাশে লাগলো রঙের ছোঁয়া, আজ যে দোল পূর্ণিমা !


মঙ্গলবার,১০/০৩/২০২০
982

বসন্তের আকাশে লাগলো রঙের ছোঁয়া, আজ যে দোল পূর্ণিমা ! সারা বাংলার পাশাপাশি রঙিন উৎসবে মেতে উঠলেন হাওড়ার জগাছার নেতাজী নগরের অধিবাসীরা। সোমবার নেতাজি নগর অধিবাসীবৃন্দ কালচারাল ফোরামের উদ্যোগে পালিত হলো বসন্ত উৎসব। সকাল থেকেই এলাকায় যেন রঙের বাহারি ব্যস্ততা। কবিগুরুর ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় এদিনের উৎসব। হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে উৎসবের আনন্দে মেতে ওঠে চার বছরের কচিকাঁচা থেকে পঞ্চাশের প্রৌঢ়েরা। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাসন্তিক আবহে সোমবার যেন নানা রঙের মিলনোৎসবের ছবিটাই ফুটে উঠলো হাওড়ার জগাছার নেতাজী নগর এলাকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট