আজ হোলি, সারা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে এই উৎসব। কচিকাঁচা থেকে সকলে সামিল হয়েছেন আজ রঙের এই উৎসবে। নাচে গানে হই হুল্লড়ে সকলে মেতে উঠেছেন এই উৎসবে। অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া
অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া
মঙ্গলবার,১০/০৩/২০২০
684
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---