মথুরা, বৃন্দাবন, অযোধ্যার আকাশ ছেয়ে গিয়েছে গোলাপি, হলুদ আবিরে।


মঙ্গলবার,১০/০৩/২০২০
507

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বারাণসীর ঘাটে, অলিগলিতে জমিয়ে চলছে রং খেলা। চলছে গানবাজনাও। মথুরা, বৃন্দাবন, অযোধ্যার আকাশ ছেয়ে গিয়েছে গোলাপি, হলুদ আবিরে।হোলি উৎসবের মাধ্যমে পাঞ্জাবে শীতকালের সমাপ্তি হয় । এখানে শীতকাল সাধারণত দুভাগে বিভক্ত । পাঞ্জাবি মাস মাঘর এবং পোহ কে নিয়ে হেমন্ত এবং মাঘ ও ফাগন কে নিয়ে শিশির। হোলিকা দহনের দ্বারা শিশিরের সমাপ্তি এবং হোলি র মাধ্যমে বসন্তের সূচনা হয়ে থাকে।আজ হোলি, সারা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে এই উৎসব। কচিকাঁচা থেকে সকলে সামিল হয়েছেন আজ রঙের এই উৎসবে। নাচে গানে হই হুল্লড়ে সকলে মেতে উঠেছেন এই উৎসবে। সবমিলিয়ে হোলিতে মাতোয়ারা রাজ্যবাসী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট