আজ দেশজুড়ে পালিত হচ্ছে হোলি।


মঙ্গলবার,১০/০৩/২০২০
475

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

অমৃতসর থেকে গুয়াহাটি, পুদুচেরি থেকে হিমাচল প্রদেশ, মানচিত্রের প্রায় সবক’টি রাজ্য আজ রঙিন। কৃষ্ণভূমি মুথরা-বৃন্দাবনে ঢল নেমেছে ভক্তদের। আজ দেশ জুড়ে হোলির রঙে রং মেলাতে হোলি উত্‍সবের আয়োজন করা হচ্ছে ,হিন্দু ধর্মাবলম্বিদের বিশ্বাস শ্রীকৃষ ও প্রল্হাদ দুইজনেই বিষ্ণুর অংশবিশেষ । এছারা পাঞ্জাবে নয় দিন ব্যাপী হোলাষ্টক উৎসব হিসেবে হোলি পালিত হয়। হোলাষ্টক অর্থাৎ হোলা এবং অষ্টক, যার মানে হোলির আগের আট দিন ধরে চলা এই উৎসব। রং এবং গুলাল এর মাধ্যমে হোলির দিনে এই হোলাষ্টক উৎসব শেষ হয়। হোলাষ্টক হোলির সূচনা করে। এছাড়াও, হোলিকা দহন অনুষ্ঠানের প্রস্তুতি এদিন থেকেই শুরু হয়ে যায় ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট